৫০ শতাংশ দর্শক নিয়ে খুলছে সিনেমা হল

A G Bengali
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে কোভিড-শর্ত মেনে সিনেমা হল খোলার কথা জানাল নবান্ন। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে পারে সিনেমা। মানতে হবে কোভিড বিধি। করোনা বিধিনিষেধের কারণে এত দিন সিনেমাহল, থিয়েটারগুলো বন্ধ ছিল। এ বার সিনেমাহলগুলিকে সেই ছাড়ের আওতায় আনা হল। রাজ্যের মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

প্রসঙ্গত, ১৫ আগাস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধি-নিষেধের মেয়াদ বাড়ল। সংক্রমণ রোধে আত্মনিয়ন্ত্রণ আগেই শিথিল করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে বাজার, দোকান, হোটেল-রেস্টোরাঁ, বার, জিম, সহ নানা ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছিল। এবারও তা বজায় থাকছে। তবে রাতের চলা ফেরা নিয়্ন্ত্রণে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নবান্ন। স্টাফ স্পেশাল ট্রেন চলবে। তবে, এবারও লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে নতুন করে কোনও অনুমতি রাজ্যের তরফে দেওয়া হয়নি। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড বিধি-নিষেধের মেয়াদ বৃদ্ধি করা হল। ইন্ডোরে সরকারি কোনও অনুষ্ঠানের আয়োজন ৫০ শতাংশ লোকজন নিয়ে করা যেতে পারে। সেখানে অবশ্যই কোভিড বিধি মানতে হবে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক পরতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। জরুরি পরিষেবা ছাড়া রাত ৯টা থেকে ভোার ৫টা পর্যন্ত চলাফেরায় নিষেধাজ্ঞা আগেই জারি ছিল। এখনও বহাল থাকবে। কোভিড বিধি কার্যকরে পুলিশ প্রশাসনকে কড়া নজদরদারির কথা বলা হয়েছে। বিধি ভঙ্গ করলেই অভিযুক্তের বিরুদ্ধে মহামারি আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Find Out More:

Related Articles: