স্মার্টকার্ড থাকলেই মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা

A G Bengali
কোভিডবিধি মেনে চলতি মাসের ১৬ তারিখ থেকে আমজনতার জন্য চালু হয়ে যাচ্ছে মেট্রো পরিষেবা। নির্দেশিকা জারি করে বুধবারই এ কথা জানিয়ে দিয়েছে নবান্ন। দিনে কটা মেট্রো (Metro Service) চলবে, কখন থেকে শুরু হবে পরিষেবা, সাধারণ যাত্রীদের স্বার্থে সেই তথ্য জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১৬ জুলাই (শুক্রবার) থেকে সাধারণ যাত্রীদের জন্য সপ্তাহে পাঁচদিন মেট্রো চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আমজনতার জন্য শনিবার এবং রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে ১৯২টি আপ এবং ডাউন ট্রেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল থাকবে পরিষেবা। দক্ষিণশ্বর থেকে কবি সুভাষ যাতায়াত করবে মেট্রো। শনিবার শুধু জরুরি ক্ষেত্রের কর্মীরাই উঠতে পারবেন ট্রেনে। ওই দিন চলবে ১০৪টি বিশেষ ট্রেন। রবিবার মেট্রো চলবে না। ইস্ট-ওয়েস্ট করিডরে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ৪৮টি ট্রেন। টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড থাকলেই মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা। সকল যাত্রীকে মেনে চলতে হবে কোভিডবিধি।
​অন্যদিকে, ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কোভিড বিধি নিষেধ। তবে লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। শনি ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। প্রতিদিন মেট্রো স্যানিটাইজ করতে হবে। মেট্রোর কর্মী ও যাত্রীদের করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে।এছাড়া ১৬ জুলাই থেকে কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেছে নবান্ন।উঠে যাচ্ছে দোকান-বাজার খোলার বিধিনিষেধ।

Find Out More:

Related Articles: