রাজ্যে নতুন আক্রান্ত 900-র নীচে

A G Bengali
শেষ ২৪ ঘণ্টার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮৮৫-তে। গত মার্চের শেষের দিকে শেষবারের জন্য সংক্রমণ কমে ৯০০-এর নীচে এসেছিল। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে দৈনিক করোনা পরীক্ষার পরিমাণ। ৪০ হাজার ৩৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই কারণে করোনা সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ৩.২১ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে কলকাতাতেও কমেছে সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ৬৪ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

অন্যদিকে, মাত্র ২৩ হাজার ভ্যাকসিন আছে কলকাতা পুরসভার হাতে। সোমবার ২৫ হাজার টিকাকরণ হয়েছে। পুরসভাসূত্রে জানা গিয়েছে, আগামি কাল, মঙ্গলবারে প্রথমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর পরে থাকলে প্রথম ডোজ দেওয়া হবে। সোমবার রাতে নতুন করে টিকা আসার কোনও সম্ভবনা নেই বললেই চলে বলে জানা গিয়েছে। পাশাপাশি, টিকাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদে বিজেপির পুরসভার অভিযানকে ঘিরে যেদিন ধুন্ধুমারকাণ্ড ঘটল শহরে, সেদিন আদালতে অভিযুক্তের জামিনের দাবিতে জোরালো সওয়াল করলেন আইনজীবী। প্রশ্ন তুললেন, 'যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছেন? তাহলে কিসের ভিত্তিতে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হল'? শেষপর্যন্ত অবশ্য  জামিনের আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত।তাহলে কিসের ভিত্তিতে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হল'? শেষপর্যন্ত অবশ্য  জামিনের আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত। দেবাঞ্জন দেবকে ফের ৭ জুলাই পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

Find Out More:

Related Articles: