জলবায়ু পরিবর্তনের জেরে শীতল আবহাওয়ার দেশ কানাডায় প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বৃহস্পতিবার দেশের পশ্চিমপ্রান্তের ব্রিটিশ কলম্বিয়ায় (British Columbia) তাপমাত্রা ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তিনগুণ বেড়েছে স্বাভাবিক মৃত্যুর হারও। গত পাঁচ দিনে পশ্চিম কানাডার এই প্রদেশে মারা গিয়েছেন ৪৮৬ জন। ব্রিটিশ কলম্বিয়ার প্রশাসনিক কর্তা জানান, হঠাত্ করে মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে যাওয়ার নেপথ্যে তাপমাত্রাই যে একটা বড় কারণ, তা মেনে নিতেই হবে। পাশাপাশি, তাঁরা জলবায়ু সঙ্কটের (climate change) ভয়াবহতার কথাও মেনে নেন। জানান, এ কয়েকদিনে তা ভালই টের পেয়েছেন কানাডা এবং আমেরিকার মানুষজন। কয়েকদিন আগেই আমেরিকার (US) নেভাদায় লাস ভেগাসের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছিল। এ সপ্তাহে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে ব্রিটিশ কলম্বিয়ার শহর ভ্যাঙ্কুভার।
অন্যদিকে, মালদহের কালিয়াচকে পরিবারের চার জনকে পানীয়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে খুন করেছিল অভিযুক্ত মহম্মদ আসিফ। মালদহ আদালতে এ কথা জানিয়ে সরকারি আইনজীবীর দাবি, ইতিমধ্যেই পুলিশি জেরায় আসিফ খুনের কথা স্বীকার করেছে। ১২দিনের পুলিশ হেফাজত শেষে বৃহস্পতিবার মালদহ আদালতে তোলা হয় আসিফকে। বিচারক তাকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, তদন্ত এগোচ্ছে. বেশ কিছু প্রমাণ এবং নথিপত্র মিলেছে। আদালতে তার নমুনা জমা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, তদন্ত এগোচ্ছে. বেশ কিছু প্রমাণ এবং নথিপত্র মিলেছে। আদালতে তার নমুনা জমা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।