উচ্চতার ফারাকে গিনিস বুকে

A G Bengali
উচ্চতার ফারাকে নয়া স্বীকৃতি পেল দাম্পত্য। এক ব্রিটেশ দম্পতির উচ্চতার ফারাক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) জায়গা করে নিল। ব্রিটিশ স্বামী জেমসের উচ্চতা মাত্র ৩ ফুট ৭ উঞ্চি। ডায়াস্ট্রোফিক ডিসপ্লেসিয়া নামের এক জটিল অসুখে আক্রান্ত হওয়ায়, তাঁর হাড় ও অস্থির বৃদ্ধি জন্মের পরই থেকেই সেভাবে হয়নি। সেই জেমসকেই ভালবাসে বিয়ে করেছেন চোলে নামের এক মহিলা। চোলের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। স্বামী-র থেকে স্ত্রী এক ফুট ৯ ইঞ্চি (প্রায় দু ফুট) মত লম্বা। আর স্বামী-স্ত্রী-র মধ্যে এই ব্যবধানই পেয়ে গেল গিনিস বুকের স্বীকৃতি। স্বামী-স্ত্রী-র মধ্যে উচ্চতার এত ফারাক দুনিয়ার মধ্যে আর কারও নেই। দম্পতির উচ্চতার ব্যবধানেই হল বিশ্বরেকর্ড। ৩ ফুট ৭ ইঞ্চির জেমস পেশায় অভিনেতা ও এক টিভি চ্যানেলের অ্যাঙ্কর। আর তাঁর স্ত্রী হলেন একজন শিক্ষিকা। পাঁচ বছর ধরে তাঁদের সুখি দাম্পত্য। তাদের বছর দুয়েকের একটি ছোট্ট ফুটফুটে মেয়েও আছে। তার নাম অলিভিয়া।

প্রথমে ওদের দেখে অনেকেই হাসিঠাট্টা করত। কিন্তু এখনও ওরাই এখন অঞ্চলের তারকা। উচ্চতার ব্যবধান কখনই ওদের সম্পর্কের ব্যবধান তৈরি করতে পারেনি। বরং সম্পর্ক পুরনো হলে স্বাভাবিক নিয়মে সম্পর্কের ব্যবধান কীভাবে কমানো যায় তা ওদের দেখে শেখা উচিত। দুজনের উচ্চতার ফারাক এতটা হলে কী হবে, দুজনের জন্মদিন কিন্তু একইদিন ২ জুন। গিনিস বুক থেকে তাদের নিয়ে এক ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে তারা জানালেন কীভাবে উচ্চতার সব ব্যবধান ভুলে তাঁরা জীবনটা দারুণ কাটাচ্ছেন।

Find Out More:

Related Articles: