পিএসি কমিটিতে মুকুল

A G Bengali
বিজেপির আবেদনে সাড়া দিয়ে মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিল করলেন না বিমান বন্দ্যোপাধ্যায়। স্ক্রুটিনি পর মুকুলের নামে শিলমোহর দিলেন তিনি। তার আগেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে সমর্থন দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল শিবিরের মতে, মুকুলের পিএসি চেয়ারম্যান পদে বসা কেবলমাত্র সময়ের অপেক্ষা। কারণ, পিএসি-র জন্য মোট ২০ জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে বিধানসভার তরফে। বিজেপি-র ৬ জন, তৃণমূলের ১৩ জন এবং মুকুল এককভাবে মনোনয়ন দাখিল করেছেন। মুকুলের প্রস্তাব হিসেবে স্বাক্ষর করেছেন মোর্চা সমর্থিত এক নির্দল বিধায়ক ও এগরার তৃণমূল বিধায়ক তরুণ জানা।২০ জনের কমিটিতে ২০টি বৈধ মনোনয়ন জমা প়ড়ায় নির্বাচনের আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তাই স্পিকার নিজের ক্ষমতা প্রয়োগ করে মুকুলকে ওই পদে বসাতে পারেন। তাই স্পিকার নিজের ক্ষমতা প্রয়োগ করে মুকুলকে ওই পদে বসাতে পারেন। 

২০ সদস্যের পিএসি-তে ৬ বিধায়কের নাম দেয় বিজেপির পরিষদীয় দল। ওই ৬ জন হলেন -  বিবেকানন্দ বাউড়ি, অম্বিকা রায়, শুভেন্দু অধিকারী, অশোক লাহিড়ী, বঙ্কিমচন্দ্র ঘোষ ও নিখিলরঞ্জন দে। পিএসি কমিটির তালিকায় তাঁদের সঙ্গে রয়েছেন মুকুলও (Mamata Banerjee)। তাঁর মনোনয়ন বাতিলের জন্য বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে বিজেপির পরিষদীয় দল। চিঠি দিয়ে তারা জানায়,'মুকুল রায় খাতায় কলমে বিজেপির বিধায়ক। ফলে তাঁর নাম প্রস্তাব করতে পারে বিজেপি। এক্ষেত্রে তা হয়নি।'

Find Out More:

Related Articles: