একদিনে তিনগুণ বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা (Death Toll)। গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। একইদিনে শুধু মৃত্যুই হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। রীতিমতো উদ্বেগ বাড়িয়ে এক দিনে সর্বোচ্চ (Highest Deaths) মৃত্যুর সংখ্যা। জানা গিয়েছে, মৃত্যুর সংখ্যায় আচমকা বৃদ্ধি হয়েছে বিহারের মৃত্যুর পরিসংখ্যানে (Bihar Death Toll) সংশোধনের জন্য। বুধবার বিহারের স্বাস্থ্য দফতর পাটনা হাইকোর্টের নির্দেশ মেনে এপ্রিল ও মে মাসে মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করে। যার ফলে ৫ হাজার ৫০০ থেকে সোজা ৯ হাজার ৪২৯ এ গিয়ে দাঁড়ায় মৃত্যুর সংখ্যা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে দৈনিক মৃত্যু সংখ্যা দেখলে চোখ কপালে উঠতে পারে। সেখানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। কিন্তু বুলেটিনে মৃতের সংখ্যা এই বিপুল সংখ্যক হলেও বাস্তবে এত লোকের মৃত্যু হয়নি গত ২৪ ঘণ্টায়। মাসখানেক আগেও দেশের দৈনিক মৃত্যু হচ্ছিল ৪ হাজারের বেশি। অবশ্য গত ২-৩ সপ্তাহ ধরে তা কমতে শুরু করে। গত তিন ধরে তা দুই থেকে আড়াই হাজারের মধ্যেই ছিল। বিভিন্ন রাজ্যে গত কয়েকদিনে যে সংখ্যক মৃত্যু হচ্ছিল, বৃহস্পতিবারও সংখ্যাটা তার আশপাশেই রয়েছে। কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র বিহারে মৃতের সংখ্যায়। বিভিন্ন রাজ্যে গত কয়েকদিনে যে সংখ্যক মৃত্যু হচ্ছিল, বৃহস্পতিবারও সংখ্যাটা তার আশপাশেই রয়েছে। কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র বিহারে মৃতের সংখ্যায়।