সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে দুঃস্থ মানুষদের জন্য টিকা

A G Bengali
এ বার দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থাও করলেন। উদ্যোক্তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রধান ও তাঁর দপ্তরের লোকজন ইতিমধ্যেই শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে এই বিষয়ে চুক্তি সেরে ফেলেছেন। আগামী ১৩ জুন ১৫০ মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করবেন মহারাজ। তবে পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়বে। 

অন্যদিকে, বাংলায় কোভিড টিকাকরণের শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার পর এই শংসাপত্র দেবে রাজ্য সরকার। প্রথমে ৬০ বছর, পরে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের শুরু হয় টিকাকরণ (Covid Vaccination)। বিনামূল্যে টিকা পাচ্ছেন উল্লিখিত শ্রেণির মানুষরা। তবে ১ মে থেকে শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ। সেই টিকাকরণের খরচ বহন করতে হচ্ছে রাজ্যগুলিকে। ইতিমধ্যেই টিকা কিনেছে পশ্চিমবঙ্গ সরকার। ওই শ্রেণির ব্যক্তিরা অর্থাৎ ১৮ থেকে ৪৪ বছরের টিকাগ্রহীতারা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত শংসাপত্র। তাতে লেখা,'সজাগ থাকুন, নিরাপদে থাকুন।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ১৫০ কোটি টাকা দিয়ে টিকা কিনছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত টিকাকরণ করা হয়েছে ১.৪ কোটি রাজ্যবাসীকে। প্রসঙ্গত, রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই দাবিতে মমতা-সহ অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন পড়শি রাজ্যের নবীন পট্টনায়েকও।

Find Out More:

Related Articles: