কর্ণাটকের পর তামিলনাড়ু, করোনা মোকাবিলায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আবার সংক্রমণ যেন বেড়েই যাচ্ছে। মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। আক্রান্তের সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক সপ্তাহে। বাড়তে বাড়তে শনিবার তা ৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারি পর্বে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন।
অন্যদিকে, রাজ্যে দৈনিক করোনা সংক্রমিত পার করল ১৯ হাজার। মৃতের সংখ্যা আরও একবার শতাধিক। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১২ জনের। এনিয়ে টানা ৪ দিন রাজ্যে মৃতের সংখ্যা একশোর উপরেই থাকল। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ (Covid Positive) হয়েছেন ১৯ হাজার ২১৬ জন। ১ লক্ষ ২৪ হাজার ৯৮ জন সক্রিয় কোভিড রোগী রয়েছেন রাজ্যে। কলকাতায় আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই। সংক্রমিতের সংখ্যা ৩৯১৫। কলকাতাকে ছাড়িয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। হাওড়া ও হুগলিতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৯৩৪ ও ৯৯২। সংক্রমণের হার ৮.৮০ শতাংশ।