রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ১০০ পার

A G Bengali
রাজ্যে কোভিড রোগীর দৈনিক মৃ্ত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। শনিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যা এখনও পর্যন্ত দৈনিক মৃত্যুর নিরিখে সবচেয়ে বেশি। সেই সঙ্গে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি। এই নিয়ে টানা ৪ দিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার বা তার বেশি হল। 

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১০৩ জনের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ২৬, কলকাতায় ১৯, পূর্ব মেদিনীপুরে ৮, উত্তর দিনাজপুরে ৬, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং মালদহ জেলায় ৪ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও হুগলি জেলায় ৩ জন করে রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ২ জন করে রোগীর মৃ্ত্যু হয়েছে। কালিম্পং, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে ১ জন করে কোভিড রোগীর প্রাণহানি হয়েছে। রাজ্যে সবমিলিয়ে এখন পর্যন্ত ১১ হাজার ৪৪৭ জন রোগীর মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩১.১১ শতাংশে। সব মিলিয়ে রাজ্যে মোট ৮ লক্ষ ৪৫ হাজার ৮৭৮ জন কোভিডে আক্রান্ত হলেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ১ লক্ষ ৯০ হাজার ৩৪২ জনকে টিকা দেওয়া হয়েছে।

Find Out More:

Related Articles: