শনিবার থেকেই সস্তা হল অক্সিজেন সিলিন্ডার। কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত আগামী ৩ মাস পর্যন্ত অক্সিজেন সিলিন্ডারের উপর থেকে আমদানি ও স্বাস্থ্য শুল্ক ছাড় দিল কেন্দ্র। দেশের করোনা পরিস্থিতি নিয়ে শনিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে ১২ শতাংশ পণ্য পরিসেবা করের পুরোটাই ছাড় দেওয়া হবে। পাশাপাশি, অক্সিজেন সরবরাহকারী চিকিৎসা সরঞ্জাম এবং করোনার ওষুধের আমদানিতেও ছাড় ঘোষণা করা হয়েছে। এই ছাড়ের আওতায় রয়েছে চিকিৎসার কাজে ব্যবহৃত অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, ফ্লো মিটার, রেগুলেটর, কানেক্টর-সহ একাধিক সরঞ্জাম। সম্প্রতি রেমডেসিভির-এর মতো করোনার ওষুধেও ছাড় দেওয়া হয়েছিল।
অন্যদিকে, বেনজির হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। অক্সিজেন সরবরাহে বাধা দিলেই তাঁকে ফাঁসি দেওয়া হবে এমনই কড়া বার্তা আদালতের। কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। অক্সিজেন নিয়ে রাজ্য ও স্থানীয় স্তরের কোনরকম অনৈতিক ও বেআইনি কাজ হলেই তাঁকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিল আদালত। দেশে করোনার ঢেউ 'সুনামি'র আকার নিয়েছে, এমনই শব্দ ব্যবহার করে শনিবার দিল্লি হাইকোর্ট একটি মামলায় জানিয়েছে, হাসপাতালে অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখা দিচ্ছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাচ্ছে না সেখানে। এই ঘটনার পিছনে যদি কোন কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মীদের বা স্থানীয় প্রশাসনের হাত থাকে তাহলে তাদের বুঝে নেবে হাইকোর্ট।