'আমফান রায়'কে স্বাগত মুকুলের, কেন্দ্রকে পাল্টা তোপ কাকলির
আমফানে কেন্দ্র থেকে সাহায্য যেমন এসেছিল, তেমনি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ ও ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সেই টাকা গেল কোথায়? রাজ্যের প্রায় সর্বত্রই তৃণমূল নেতা-পঞ্চায়েত প্রধান ও সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্গতদের দাবি, প্রশাসনের কাছে আবেদন করেও ত্রাণ মেলেনি। অথচ ঝড়ে যাঁদের পাকা বাড়ির তেমন কোনও ক্ষতি হয়নি, তাঁরা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন! মামলা গড়ায় আদালতেও। বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার আমফান ত্রাণে 'দুর্নীতি'র তদন্ত করে তিনমাসের মধ্যে CAG-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল আদালত। এই রায়কে স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়।