ভিআইপিদের বিমানকে আকাশসীমায় ঢুকতে না দেওয়ার প্রতিবাদে পাকিস্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে নালিশ ভারতের

Paramanik Akash
বারবার অনুরোধ করা সত্ত্বে ভিআইপিদের বিমান যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না পাকিস্থান । আর এই ইস্যুতে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংগঠনের দ্বারস্থ হল ভারত সরকার। আন্তর্জাতিক উড়ান নীতি অনুযায়ী, কোনও দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি–সহ ভিভিআইপি ব্যক্তিদের বিশেষ বিমানের ক্ষেত্রে পরস্পরের আকাশসীমা ব্যবহারে বাধা নেই। কিন্তু পাকিস্তান বার বার এই নিয়ম লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে আইসিএও–তে অভিযোগ জানানো হয়েছে বলে দিল্লি সূত্রে খবর।
এর আগে, ২০ সেপ্টেম্বর মার্কিন সফরে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি পাকিস্তান। ইউরোপ সফরে যাওয়ার আগে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তাই বিষয়টি নিয়ে আইসিএও–তে যাওয়া ছাড়া গতি ছিল না বলে দিল্লি সূত্রে জানা গিয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই একে অপরের আকাশসীমা ব্যবহারের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ গৃহীতও হয়। আগামী দিনেও এই ধরনের অনুরোধ জানাবে ভারত। কিন্তু বার বার কেন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে, তার সদুত্তর দেয়নি পাকিস্তান। তাই আলাদা ভাবে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। 
কোন কারণে নরেন্দ্র মোদীর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, এখনও পর্যন্ত তা খোলসা করেনি ইসলামাবাদ। তবে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজে এ ঘোষণা করেছেন বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বিষয়টি লিখিত ভাবে জানিয়ে দেওয়া হবে বলে শাহ মেহমুদ কুরেশিকে উদ্ধৃত করে জানিয়েছে রেডিয়ো পাকিস্তান।
গত ৫ আগষ্ট জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্থান এর প্রতিবাদ করে । একইসঙ্গে ভারতের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে । সেই থেকে ভারতের কোনো বিমানকে পাকিস্থানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না ।


Find Out More:

Related Articles: