ফের সারদা মামলায় জেরা শোভন চট্টোপাধ্যায়কে, দফতরে সঙ্গে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও

GHOSH ARPAN

বহু জল্পনা শেষে দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআই দফতরে তাঁকে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এদিন প্রাক্তন তৃণমূল নেতার সঙ্গে ছিলেমন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

সারদা কর্তা সুদীপ্ত সেন এবং সংস্থার ‘সেকেন্ড ইন কমান্ড’ দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে সম্প্রতি বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। তার ভিত্তিতেই এ দিন শোভনকে জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স পৌছন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণায় সারদার বাড় বাড়ন্ত যে হয়েছিল তাতে কোনও প্রভাবশালীর হাত ছিল কি না সে বিষয়ে জানতে চাওয়া হতে পারে আজকের জেরায়। এমনকী সেই সময় তিনি তৃণমূলের নেতা ছিলেন এবং ওই জেলার দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। এছাড়া কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন বেহালায় একই ঠিকানায় একাধিক কম্পানির লাইসেন্স দেওয়া প্রসঙ্গেও জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

এদিন সকালে সিবিআই দফতরে একই গাড়িতে পৌছন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দু’জনেই পরনেই এদিন ছিল গোলাপী পোশাক। শোভন চট্টোপাধ্যায় পরেছিলেন গোলাপী রঙের জামা এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন গোলাপী রঙের শাড়ি। বুধবার বিজেপি নেতা রাহুল সিনহার জন্মদিনে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল – সবুজ রঙের।


Find Out More:

Related Articles: