অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে কী বললেন মমতা ?

GHOSH ARPAN

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই অমিতা শাহর সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা দেড়টা নাগাদ নর্থ ব্লকে বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি অমিত শাহকে একটি চিঠি দিয়েছি। তাঁকে বলেছি, এনআরসি থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের মধ্যে অনেকেই হিন্দিভাষী, বাংলাভাষী এবং স্থানীয় অসমিয়া রয়েছেন। অনেক প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এদিকে নজর দেওয়া উচিত বলে অনুরোধ করে আমি একটি চিঠি জমা দিয়েছি।’’ পশ্চিমবঙ্গে এনআরসি চালু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি চালু সম্পর্কে কিছু বলেননি। তবে আমি জানিয়েছি পশ্চিমবঙ্গে এনআরসি-র দরকার নেই’’। এ প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর নামও উল্লেখ করেন মমতা।  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলায় এনআরসির আতঙ্কে ডিজিটাল রেশন কার্ডের লাইনে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে পড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কথা মন দিয়ে তাঁর কথা শুনেছেন বলেও দাবি করেছেন মমতা।

তবে রাজীব কুমার নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গেলে দৃশ্যতই ক্ষিপ্ত হয়ে ওঠেন মমতা। ওই প্রশ্ন ‘রাজনৈতিক প্রতিহিংসা’র প্রকাশ বলে মন্তব্য করেন। 

তবে রাজীব কুমার নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গেলে দৃশ্যতই ক্ষিপ্ত হয়ে ওঠেন মমতা। ওই প্রশ্ন ‘রাজনৈতিক প্রতিহিংসা’র প্রকাশ বলে মন্তব্য করেন।



Find Out More:

Related Articles: