নভেম্বর- ডিসেম্বরেই ভারত পাক যুদ্ধের হুঁশিয়ারি

frame নভেম্বর- ডিসেম্বরেই ভারত পাক যুদ্ধের হুঁশিয়ারি

Biswas Riya

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ৩৭০ ধারা বিলোপের পর বলেছিলেন যে ‘‘আমি রেলমন্ত্রী থাকতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ট্রেন চলবে না।’’ আবার তিনিই কার্যত ভারত পাক যুদ্ধের প্রায় ঘোষণা করে দিয়ে রাওয়ালপিন্ডিতে বলেন  ‘‘অক্টোবর-নভেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে’’। তিনি আরও বলেন ‘‘এটাই হবে দু’দেশের মধ্যে শেষ যুদ্ধ’’।

৫ ই অগাস্ট ৩৭০ ধারা রদ ও জম্মু- কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর বন্ধ হয়ে যায় ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে যাতায়াত করা দিল্লি-লাহৌর সমঝোতা এক্সপ্রেস। মুনাবো খোকরাপাড় সীমান্ত দিয়ে যাতায়াতকারী যোধপুর-করাচি থর এক্সপ্রেসও বাতিল ঘোষণা করে ইসলামাবাদ। আর সেই সময়ই পাক রেলমন্ত্রী শেখ রশিদ ঘোষণা করেছিলেন তিনি রেলমন্ত্রী থাকলে দু’দেশের মধ্যে কোনও ট্রেন চলবে না। কিন্তু এ বার সরাসরি যুদ্ধের ভবিষ্যদ্বাণীই করে বসলেন সেই রশিদ।

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ‘‘অক্টোবরের শেষে এবং নভেম্বর-ডিসেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখতে পাচ্ছি। তার জন্য দেশকে তৈরি করছি। মোদীকে চিনতে অনেক বড় বড় নেতা ভুল করেছেন, কিন্তু আমি ভুল করিনি।’’ এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করেন ‘‘বর্বর ও ফ্যাসিস্ত নরেন্দ্র মোদীর জন্যই পাকিস্তান ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। মোদীর সামনে পাকিস্তানই একমাত্র বাধা।’’ধর্মীয় ভাবাবেগকে উস্কে দেওয়ার জন্য তিনি আরও যোগ করেন ‘‘সারা বিশ্বের মুসলমানরা এই ইস্যুতে চুপ কেন?’’

 

 

 

 

 

 


Find Out More:

Related Articles:

Unable to Load More