ফের সিবিআই তলব রাজীব কুমরাকে

GHOSH ARPAN

সারদার পর রোজভ্যালি। এবার রোজভ্যালি কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালকে ডিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠাল সিবিআই। সিবিআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় রোজভ্যালি মামলাতেও সিবিআইয়ের কাছে রাজীব কুমার তথ্য গোপন করেছেন বলে অভিযওগ জানানো হয়েছে। সেই ভিত্তিতেই রাজীব কুমারকে ডেকে পাঠানো হয় বলে জনা গিয়ছে। রাজ্য সরকার গঠিত সিটে প্রধান হিসাবে ছিলেন রাজীব কুমার। তবে সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সিবিআইকে চিঠি দিয়ে সময় চেয়েছেন রাজীব কুমার।

 

অন্যদিকে, এদিন ইডির পাঠানো সমন অনুযায়ী বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন। এবং তিনি সারদার থেকে যে টাকা পেয়েছিলেন সেই টাকা কীভাবে আইনি পদ্ধতিতে ফেরত দেওয়া সম্ভব সে বিষয়েও কথা বলেন।

 

প্রসঙ্গত, সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের সাংসদকে সমন পাঠিয়েছিল ইডি। তারপর তিনি কিছুদিন সময় চেয়েছিলেন বলে ইডি সূত্রে খবর। সেই সমন ধরেই তিনি এদিন ইডি দফতরে হাজিরা দেন। এদিন দুপর আড়াইটা নাগাদ তিনি সল্টলেকের ইডি দফতরে আসেন। তিনি ইডি দফতরে ঢোকার সময় কোনও কথা বলেননি সংবাদমাধ্যমের সামনে। বীরভূমের সাংসদ গত মাসের শেষ সপ্তাহ নাদাগ জানিয়েছিলেন, তিনি সারদার থেকে যে টাকা পেয়েছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে সেই টাকা তিনি ফেরত দিতে চান। প্রায় ২৯ লক্ষ টাকা তিনি ফিরেয় দিতে চান। উল্লেখ্য, এর আগে মিঠুন চক্রবর্তীও সারদার থেকে যে টাকা পেয়েছিলেন তিনি সেই টাকা ফিরিয়ে দিয়োছিলেন। এদিন শতাব্দী রায় সারদার থেকে নেওয়া টাকা কীভাবে আইনি পদ্ধতিতে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়েও কথা বলেছেন বলে সূত্রের খবর।



Find Out More:

Related Articles: