৩৭০ ধারা নিয়ে ইমরানের বিস্ফোরক মন্তব্য

Biswas Riya

৩৭০ ধারা রদ নিয়ে এখন দেশের রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যসভা লোকসভাতেও জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাস হয়েও গেলো।এরই মাঝে কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইমরান খান।তাঁর মতে ভারতে ফের পুলয়ামার মত ঘটনা ঘটতে পারে।

গত সোমবারই এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ভারতের এই সিদ্ধান্ত অবৈধ।এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের মধ্যে অবনতি ঘটাবে।তিনি আরও বলেন ‘‘ভারতের এই সিদ্ধান্ত আরও একটি পুলওয়ামার জন্ম দেবে।’’

 তাঁর মতে বিজেপি মুসলমানদের দ্বিতীয় শ্রেণি হিসাবেই গণ্য করতে চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, মোদী সরকারের এই সিদ্ধান্ত দ্বিজাতি তত্ত্বকে মান্যতা দিচ্ছে। তিনি আরও বলেন ‘‘জিন্না জানতেন, আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্র বানাতে চায়। এবং যে কোনও মুসলমানকেই সে দেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে গণ্য করা হবে। এই উদ্দেশ্যকে প্রথম উপলব্ধি করেছিলেন জিন্নাই।’’

এরপরই তিনি পুলওআমা প্রসঙ্গ টেনে মন্তব্য করেন  ‘‘ভারতের এই সিদ্ধান্ত কাশ্মীরে হিংসার জন্ম দেবে। আবার হতে পারে পুলওয়ামার মতো হামলা। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার ঘটনা ভারত-পাক সম্পর্ককে তলানিতে নিয়ে গিয়েছে। পুলওয়ামার বদলায় ভারতের বালাকোট অভিযান লোকসভা ভোটে ডিভিডেন্ট দিয়েছে শাসকদলকে”’। পুলওয়ামার মত একটি স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। 

 


Find Out More:

Related Articles: