চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায়

A G Bengali
চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল উপসর্গ দেখে প্রথমে ডেঙ্গি সন্দেহ করা হয়েছিল, কিন্তু পরীক্ষার পর জানা যায় তাঁর চিকুনগুনিয়া হয়েছে। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। এখন ডোনা গঙ্গোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। জ্বর নেই, তবে সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক সৌতিক পান্ডা। জানা যাচ্ছে,বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন নৃত্যশিল্পী ডোনা। জ্বরে ভুগছিলেন। এমনকি তাঁর শরীরে র‌্যাশও দেখা যায়। এরপরই চিকিৎসকেরা রক্তপরীক্ষার পরামর্শ নেন। পরীক্ষার পর রিপোর্ট আসতেই দেখা যায় ডোনা চিকুনগুনিয়ায় আক্রান্ত। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে এরপরই কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

উৎসবের আবহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। পুজোর মধ্যে দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। এর ফলে ডেঙ্গির বাড়বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। এর মধ্যে উঠে এল ডোনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর। এই বিক্ষিপ্ত বৃষ্টি ডেঙ্গি-পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মত সংক্রামক রোগের চিকিৎসকদের। ওই রোগের চিকিৎসক অমিতাভ নন্দী বলেছেন, ‘‘হিসাব অনুযায়ী, বিক্ষিপ্ত বৃষ্টির ফলে মশাবাহিত রোগের সমস্যা বাড়বে তো বটেই। তার চেয়েও বড় কথা, এমন ভাবে বৃষ্টি হতে থাকলে ডিসেম্বরের শুরু পর্যন্ত ডেঙ্গির প্রকোপ চলতে পারে।’’ ডেঙ্গি আতঙ্কের মধ্যেই চিকুনগুনিয়ায় আক্রান্তের খবর নতুন করে উদ্বেগ বাড়াল বলেই মনে করছে চিকিৎসক মহল।

Find Out More:

Related Articles: