এই প্রথম ওয়েব সিরিজে নানা পটেকর

A G Bengali
কিছু দিন আগেই শোনা গিয়েছিল, রহস্য-রোমাঞ্চধর্মী ছবি ‘দ্য কনফেশন’-এ আবার অভিনয় করছেন নানা। সে গুঞ্জন থামেনি এখনও। তবে মুম্বই সংবাদমাধ্যমের পাওয়া এ বারের খবরে সিলমোহর পড়েছে। সংবাদ সংস্থার দাবি, প্রকাশ ঝা-র ‘লাল বাত্তি’ ওয়েব সিরিজে এই প্রথম ওটিটি মঞ্চে পা রাখছেন অভিনেতা।এ দিকে বিষয়টি নিয়ে এখনও মুখে কুলুপ প্রকাশের। তবে সিরিজে অভিনয়ের কথা কবুল করেছেন নানা। সংবাদ সংস্থাকে অভিনেতা বলেছেন, ‘‘আমি ‘লাল বাত্তি’-তে অভিনয় করছি।’’ সূত্রের খবর, ‘লাল বাত্তি’ সিরিজেও গল্পের কেন্দ্রে রাজনীতির অন্ধকার জগৎ। নানাকে দেখা যাবে এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে। সাম্প্রতিক অতীতে ‘ওয়েডিং অ্যানিভার্সারি’ ও রোহিত শেট্টির ‘গোলমাল রিটার্নস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সিরিজে কাজ এই প্রথম। প্রকাশ-নানার জুটি শেষ বার কাজ করেছিল ২০১০ এ, ‘রাজনীতি’ ছবিতে।

অন্যদিকে, রাজ্য়ের ১৭ ITI কলেজে 'দুর্নীতি'! স্রেফ CBI তদন্ত নয়, কেন্দ্রের অনুদান বন্ধের দাবিতে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সারাদেশে ITI কলেজের সংখ্যা ১২ হাজার। যে কলেজের যেমন গ্রেডেশন, সেই অনুসারে আর্থিক অনুদান দেয় কেন্দ্র। প্রথমসারির ITI কলেজের তালিকায় রয়েছে এ রাজ্যের ১৭ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় কারিগরি দফতর থেকে বছরে ৭ কোটি টাকা আর্থিক অনুদান পায় কলেজগুলি। কীসের ভিত্তিতে টাকা দেওয়া হয়? শিল্প সংস্থার সঙ্গে চুক্তি-সহ বেশ কয়েকটি শর্ত রয়েছে। মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, কেন্দ্রীয় অনুদান পাওয়ার জন্য শিল্প সংস্থার সঙ্গে চুক্তি সংক্রান্ত ভুয়ো নথি দেখিয়েছে মুর্শিদাবাদের নাকাশিপাড়া ITI কলেজ। তাঁর দাবি, 'আমরা ওই  শিল্প সংস্থাকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম, তাদের সঙ্গে কোনও চুক্তি হয়েছে কিনা। সংস্থার তরফে জানানো হয়েছে, এমন কোনও চুক্তি হয়নি'। এমনকী, রাজ্যের আরও ১৬ ITI কলেজও কেন্দ্রীয় সরকারের কাছে ভুয়ো তথ্য দিয়েছে বলে অভিযোগ।

Find Out More:

Related Articles: