হ্যাপি বার্থ ডে অনুষ্কা

A G Bengali
১লা মে অনুষ্কা শর্মার জন্মদিন। আজ ৩৪শে পা দিলেন বিরাট ঘরণী। অনুষ্কার জন্মদিনের ঠিক আগে ফর্মে ফিরেছেন কোহলি। শনিবারের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন। এটাই বোধহয় অনুষ্কাকে জন্মদিনের সেরা উপহার বিরাটের। রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন অনুষ্কা। তবে ভক্তরা সকাল থেকেই প্রহর গুণছিল বিরাট তখন তাঁর মনের মানুষের জন্য বার্থ ডে পোস্টটি করবেন। এদিন বিকালে অনুষ্কাকে আদুরে শুভেচ্ছা জানালেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক।

অন্যদিকে, ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনাও করছিলেন অনুষ্কা শর্মা। সম্প্রতি অবশ্য প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত অভিনয়েই মন দিতে চান তিনি। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি অনেকগুলি ব্র্যান্ড এনডোর্স করেন তিনি। এছাড়াও তাঁর একটি পোশাকের ব্র্যান্ডও রয়েছে, যাঁর মালিক তিনি। সবমিলিয়ে তাঁর রোজগারের পথ রয়েছে বেশ কয়েকটি। ২০২২-এর রিপোর্ট অনুযায়ী অনুষ্কার সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটি টাকা। বছরে ১২ কোটি টাকা রোজগার করেন তিনি। গত তিন বছরে ৮০ শতাংশ সম্পত্তি বেড়েছে অনুষ্কার। মুম্বইয়ে দুটি অ্যাপার্টমেন্ট অনুষ্কার। একটির মূল্য ৯ কোটি ও অপরটির মূল্য ৩৪ কোটি টাকা। বিএমডব্লু, রেঞ্জ রোভার্স, মার্সেডিজ সহ একাধিক বহুমূল্যের গাড়ির মালিক অনুষ্কা। এছাড়াও বহুমূল্যের হ্যান্ডব্যাগের সম্ভার রয়েছে অনুষ্কা শর্মা, যা সত্যিই নজরকাড়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সেরেছিলেন বিরাট-অনুষ্কা। বিরাটের সঙ্গে তাঁর প্রথম আলাপ ২০১৩ সালে এক বিজ্ঞাপনী শ্যুটে। সেখান থেকে শুরু প্রেম কাহিনির। মাঝে দূরত্বও এসেছিল সম্পর্কে, তবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে এক হন দুজনে। এখন মেয়ে ভামিকাকে নিয়ে সুখী গৃহকোণ তাঁদের।

Find Out More:

Related Articles: