প্রিয়ঙ্কার পাশে দাঁড়ালেন হিউ জ্যাকম্যান

A G Bengali
প্রিয়ঙ্কার সেই ইনস্টাগ্রাম স্টোরিকেই আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনেছেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান। আরও বেশি সংখ্যক মানুষের কাছে ভারতের জন্য সাহায্যের বার্তা পৌঁছে দিতেই এমনটা করেন তিনি। লিঙ্ক পোস্ট করার সঙ্গেই হিউ লেখেন, ‘ভারতকে সাহায্য করুন’। অভিনেতা নিজেও তহবিলে অর্থ দান করেছেন। এই পদক্ষেপের জন্য হিউকে ধন্যবাদ জানাতেও ভোলেননি প্রিয়ঙ্কা। হিউ ছাড়াও ড্রিউ ব্যারিমোর, লানা কন্ডোর, কেটি পেরির মতো আন্তর্জাতিক তারকারাও এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতকে সাহায্য করতে। প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী নিক জোনাস ইতিমধ্যেই তহবিলের জন্য ৬ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছেন। তাঁরা নিজেরাও একাধিকবার আর্থিক অনুদান পাঠিয়েছেন।

অন্যদিকে, ভ্যাকসিনের পর্যাপ্ত যোগান না থাকায় হয়রানির মুখে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে। টিকাকরণ কেন্দ্রের সামনে  বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে নিত্যদিন। ভ্যাকসিন নিয়ে হাহাকার শুরু হয়েছে। সারাদিন লাইন দেওয়ার পরও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানাচ্ছেন অনেকেই। ভ্যাকসিন কেন্দ্রের সামনে গাদাগাদি করে মানুষের লম্বা লাইন। এতে শিকেয় উঠেছে করোনাবিধি। কোথাও দূরত্ব-বিধির তোয়াক্কা করছেন না তাঁরা। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, বয়স্ক মানুষরা ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এরপরও তারা টিকা পাচ্ছেন না বলে জানাচ্ছেন। সারাদিন কড়া রোদে দাঁড়িয়ে আবার ফিরে যেতে হচ্ছে। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, বয়স্ক মানুষরা ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এরপরও তারা টিকা পাচ্ছেন না বলে জানাচ্ছেন। সারাদিন কড়া রোদে দাঁড়িয়ে আবার ফিরে যেতে হচ্ছে।  ফের অন্যদিন এসে আবার লাইন দিচ্ছেন টিকার জন্য।

Find Out More:

Related Articles: