পশ্চিমবঙ্গে বিধানসভা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। ২১৩ টি সিট পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে তৃণমূল। আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। একই সঙ্গে রেকর্ডও বটে, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করতে চলেছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রথম বাংলার বিধানসভায় থাকবে না কোনও বাং-কংগ্রেস বিধায়ক। যা এককথায় স্বাধীনতার পর নজিরবিহীন ঘটনা। তবে এই বিধানসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল থেকেই সেলিব্রিটি প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, যাঁরা রুপোলি পর্দা থেকে রাজনীতির ময়দানে পা দিয়েছিলেন। তাঁদের নির্বাচনী ফল একবার দেখে নেওয়া যাক, কারা জিতলেন আর কারা পরাজিত হলেন- দ্বিতীয় পর্ব
১১) রাজ চক্রবর্তী : আবির্ভাবেই কিস্তিমাত। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন রাজ। হারিয়েছেন বিজেপির চন্দ্রমণি শুক্লকে
১২) পার্নো মিত্র : বরাহনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের তাপস রায়ের কাছে পরাজিত হয়েছেন
১৩) তনুশ্রী চক্রবর্তী : হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়েছিলেন তনুশ্রী কিন্তু জয়ী হন তৃণমূল প্রার্থী
১৪) পাপিয়া অধিকারী : তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পুলক রায়ের কাছে পরাজিত হয়েছেন
১৫) যশ দাসগুপ্ত : চণ্ডীতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন, কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন
১৬) কৌশানী মুখোপাধ্যায় : কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী হয়ে হেরেছেন বিজেপির মুকুল রায়ের কাছে
১৭) অদিতি মুন্সি : গানের জগতে পরিচিত নাম। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই জয়ী হয়েছেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী হিসেবে
১৮) কাঞ্চন মল্লিক : উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন