দ্বিতীয় ঢেউয়ে রাজনীতি থেকে বিনোদন কারা আক্রান্ত হলেন ?

A G Bengali
রবিবার করোনায় প্রাণ হারিয়েছে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। আবার রবিবারই করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিধানসভা ভোটে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল। তবে এবার তাঁর স্ত্রীও সংক্রমিত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। করোনা আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, কৌশিক সেন-সহ অনেকেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে। গত বুধবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল নেতা ও কামারহাটির বিধানসভা প্রার্থী মদন মিত্র। করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেত্রী শশী পাঁজা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে এই মুহূর্তে দেশের ৪টি গুরুত্বপূর্ণ রাজ্য। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। দেশের অর্থনৈতিক এবং বিনোদনের রাজধানী মহারাষ্ট্রের মুম্বই। রাজনৈতিক রাজধানী দিল্লি। গোটা দেশের আলোচনার কেন্দ্রে যে বিধানসভা ভোট, তা চলছে পশ্চিমবঙ্গে। আর আয়তনে এবং অবস্থানে উত্তরপ্রদেশ আলোচনায় থেকেছে বরাবর।

অন্যদিকে, ভারতে করোনা-পরিস্থিতি (covid) ক্রমশই খারাপ হচ্ছে। এই নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় অনেকেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশও (bangladesh) করেছে। এবার বাংলাদেশ সরকার সড়ক যোগাযোগ (roads) সাময়িক বন্ধের কথা ঘোষণা করল। যা মোটামুটি ১৪ দিনের জন্য বলবৎ থাকবে।  এর আগেই ভারতের সঙ্গে আকাশপথে (airways) চলাচল বন্ধ করেছে তারা। তারা জানিয়েছে, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ করল।

Find Out More:

Related Articles: