হিন্দি সিনেমায় পা রাখতে চলেছেন মালবিকা

A G Bengali
হিন্দি সিনেমায় ডেবিউ করতে চলেছেন বাংলার মেয়ে তথা অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম - সুবিধা শুল্ক, আ আনটোল্ড স্টোরি অফ মিলিয়নস ভিলেজার্স। এখানে মালবিকা গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করবেন। তবে এর থেকে বেশি বলতে বারণ, তাই এরপর জানতে হলে সিনেমা হলে যেতে হবে যখন সিনেমা রিলিজ করবে। এই ছবির ডিরেক্টর প্রেম রতন ধন পাও, দাবাং থ্রি, রাধে সহ একাধিক হিট ছবির কোরিওগ্রাফার সাবিনা খান। প্যানডেমিক মিটলেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। আর হিন্দি সিনেমায় ডেবিউ নিয়ে মালবিকার বক্তব্য, 'সবে শুরু। এখনও অনেক পথ চলতে হবে। নিষ্ঠা সহকারে কাজ করে যেতে চাই যেটা এতদিন বাংলা ও তেলেগু ইন্ডাস্ট্রিতে করেছি। আর মিউজিক ভিডিওর সুবাদে বলিউডে কাজ করার অভিজ্ঞতা কিছুটা হয়েছে। তাই অপেক্ষায় আছি  আরও ভালো কিছুর।'

অন্যদিকে, করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। আর সে কথা মাথায় রেখেই এই প্যানডেমিক সিচুয়েশনে মালবিকার আর্তি, সবাই কোভিড গাইডলাইন মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, অন্য সুরক্ষিত রাখুন। প্রসঙ্গত, 'চোরাবালি', 'কাটমুণ্ড', 'মিস্টার ভাদুরি', 'সাদা ক্যানভাস', টোপ  সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন মালবিকা। বাংলার পাশাপাশি অভিনয় করে ফেলেছেন হিন্দি, ওড়িয়া এমনকী দক্ষিণী ছবিতেও। তবে শুধু অভিনয় কেন, মালবিকা গায়িকা হিসাবেও বেশ সুনাম অর্জুন করেছেন। মালবিকার হিন্দি মিউজিক অ্যালবাম 'পাগলপন' বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়া 'দিলবর', 'প্রিটি গার্ল'-এ বলিউডে তাঁর জায়গা আলাদা করে চিনিয়েছে।

Find Out More:

Related Articles: