কী বিষয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা ?

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  
অন্যদিকে, যে সিনেমা মুক্তি পাওয়ার পর ২০০ কোটির টাকার ব্যবসা করে, তার সঙ্গে যুক্ত শ্রমিকরা কেন ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পান না! কেন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রমিক, মহিলা, স্টান্টম্যানদের ব্যবহারের জন্য পরিষ্কার শৌচাগার পাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, তা নিয়ে প্রশ্ন উঠতেই এবার ফের মাঠে নামলেন কঙ্গনা রানাউত। সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রমিকদের কাজের জীবন নিয়ে বিভিন্ন ছবি তুলে ধরাহয়। সেখানেই ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রমিকদের শোচনীয় অবস্থা নিয়ে শেয়ার করা ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এরপরই ওই ভিডিয়ো পালটা রিটুইট করেন কঙ্গনা রানাউত। 

Find Out More:

Related Articles: