'দু'গ্লাস বিয়ার খেতে খেতে কোয়ান্টাম ফিজিক্স বোঝাচ্ছিলেন সুশান্ত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। সুশান্তের এক ফ্যান যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার তাঁর ট্যুইটে সামনে উঠে এল অজানা কথা। একবার প্যারিস বিমানবন্দরে সুশান্তের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। নম্রতা দত্ত নামে ওই ছাত্রী ট্যুইট করে সেকথা জানিয়েছেন। একেবারেই অপরিচিত হয়েও কী ভাবে সেদিন টানা পাঁচ ঘণ্টা তাঁরা গল্প করেছিলেন সেই কথা শেয়ার করেছেন নম্রতা। বিমানবন্দরেই সুশান্ত নম্রতাকে 'কোয়ান্টাম ফিজিক্স' বুঝিয়েছিলেন। বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং পারদর্শিতা দেখে নম্রতা সুশান্তকে 'জিনিয়াস' বলেছিলেন। সেদিন জন্মদিন নিয়েও কথা হয়েছিল তাঁদের। কদিনের আগে পরেই দুজনের জন্মদিন। এবং একেবারেই একা কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সুশান্ত। নম্রতা লিখেছেন, '... আমরা দুজনেই বিয়ার খেতে খেতে একে অপরের জন্মদিন সেলিব্রেট করেছিলাম। তার পর আলোচনা করেছিলাম এক্সরে ক্রিস্টালোগ্রাফি ও ডিএনএ নিয়ে।'
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি। শেষবার 'ছিঁচোরে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।
The way he explained quantum physics to me at Paris airport, I knew I was talking to a genius. His birthday is on 21st January and mine 26th January. We were both drinking alone to celebrate our birthdays. Then we discussed DNA n X-ray crystallography method. 🤦♀️ — Namrata Datta (@candinam) June 16, 2020