![সাত পাকে বাঁধা পড়লেন জয়ী-পায়েল ?](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/tollywood-actor-joey-debroy-shared-a-selfie-with-beautiful-actress-payel-sarkar7220a92b-f521-4a56-b1e1-8b09e5eed131-415x250.jpg)
সাত পাকে বাঁধা পড়লেন জয়ী-পায়েল ?
হৃদয়হরণ বিএ পাস ধারাবাহিকের হিরো জয়ী দেবরয় এবং বাংলা সিনেমার অভিনেত্রী পায়েল সরকার কি বিয়ে সেরে ফেললেন ? জোর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের দু’জনকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েও দিয়েছেন অনুরাগীরা। তবে সত্যি কি তাঁরা বিয়েটা সেরে ফেললেন ? এই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ জয়ী। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আগামী ছবি ‘বিয়ে ডট কম’-এর জন্যই তাঁর এই বরবেশ। রিয়েল লাইফে বিয়ের প্রসঙ্গই ওঠে না। মোদ্দা কথা, ওই ছবিতেই পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
View this post on InstagramAlways believe in the magic of a new beginning. #cameralife #lovetherealyou #positivevibes #instapost #sgloves_you #paayelsarkar #lifestyle #goodnight #instaworld A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on