অমৃতা সিংয়ের থেকে শিখেছেন এই জিনিস, মুখ খুললেন সইফ আলি খান

frame অমৃতা সিংয়ের থেকে শিখেছেন এই জিনিস, মুখ খুললেন সইফ আলি খান

GHOSH ARPAN

করিণা কাপুরকে বিয়ে করার পর তাঁদের এক সন্তান হয়েছে। যার নাম তৈমুর। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন সইফ আলি খানের কথা বলা হচ্ছে। করিণার আগে সইফের সঙ্গে বিয়ে হয়ে অমৃতা সিংয়ের। সইফ-অমৃতার মেয়ে সারা আলি খান এখন বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। তবে প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধাশীল সইফ। সম্প্রতি এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সইফ বলেন, “তখন আমার বছর কুড়ি। অমৃতাকে বিয়ে করার জন্য বাড়ি থেকেই পালিয়ে যাই। বয়সটা নেহাতই কম। সুতরাং বুঝতেই পারছেন দায়িত্ব নেওয়ার মতো বোধ আমার তৈরি হয়নি। সে সময় অমৃতাই আমাকে শেখায় কী ভাবে কাজ, ব্যবসা সব কিছু গুরুত্ব দিয়ে করতে হয়। অমৃতা আমায় বোঝায় আমি যদি জীবনের ব্যাপারে সিরিয়াস না হই তাহলে কখনই লক্ষ্যে পৌঁছতে পারবে না”। প্রসঙ্গত ১৯৯১ সালে অমৃতার সঙ্গে বিয়ে হয় সইফের। আর ২০১২ সালে অভিনেত্রী করিনা কাপুরকে বিয়ে করেন সইফ।

 

অন্যদিকে, বলিউডে নবাগতাদের মধ্যে নজর কেড়েছেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান। সারার অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।


Find Out More:

Related Articles:

Unable to Load More