জাহ্নবীর বিয়ে ?

Biswas Riya

বিয়ে নিয়ে প্লানিং করতে কে না ভালবাসে? সে আমজনতা হোক বা গ্ল্যামার জগতের কেও। বলিউডের অন্যতম প্রমিসিং অ্যাক্টর , শ্রীদেবী কন্যা জাহ্নবীরও রয়েছে সেই বিশেষ দিনটির জন্য হাজারো রকমের প্ল্যান।

কী ভাবে বিয়ে করবেন, কোথায় হবে তাঁর বিয়ে, আর কেমনই বা হবে তাঁর মনের মানুষ-সে সব নিয়ে মুখ খুললেন ‘ধড়ক গার্ল’।

কেমন মানুষকে তিনি জীবনসঙ্গী হিসাবে চান জানতে চাইলে তিনি জানান যে  নিজের কাজের ব্যাপারে তাঁর মনের মানুষকে হতে হবে নিবেদিত। মুখ গোমড়া মানুষ একেবারেই না-পসন্দ তাঁর। হাসিখুশি, মিষ্টি স্বভাবের না হলে কিছুতেই সেই ব্যক্তি গলাতে পারবে না জাহ্নবীর মন। তাঁর জীবন জুড়ে যেন জাহ্নবীরই অস্তিত্ব থাকে শুধু। ভালবাসার মানুষকে নিয়ে আর পাঁচ জনের মতোই বেশ ‘পসেসিভ’ তিনি।

বিয়ের জন্যও রয়েছে হাজারো পরিকল্পনা। তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন, জানালেন তাও। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই তাঁর। ছিমছাম হোক ক্ষতি নেই, তাতে যেন প্রাণ থাকে। বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে তাঁর।

যেহেতু  মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের চয়েসের উপর এতটুকুও ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়।


Find Out More:

Related Articles: