![রাণু মণ্ডলকে সলমনের ফ্ল্যাট দেওয়ার খবর ভিত্তিহীন, বললেন...](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/ranaghat ranu mondal never received any flat or money from salman khan or himesh reshammiya-415x250.jpg)
রাণু মণ্ডলকে সলমনের ফ্ল্যাট দেওয়ার খবর ভিত্তিহীন, বললেন...
ভগবান যখন দেন তখন
উজাড় করেই দেন। একথা যে কতটা সত্য তা রাণু মণ্ডলই প্রকৃষ্ট উদাহরণ। বলিউডে প্লে
ব্যাক থেকে শুরু করে মুম্বইয়ে ফ্ল্যাট উপহার পাচ্ছেন রাণু মণ্ডল। আর কার থেকে
পাচ্ছে জানেন ? শুনলে আপনি চমকে
উঠবেন। তিনি আর কেউ নন নান আদার দ্যান সলমন খান। বলিউডের ভাইজান তাঁর জন্য
মুম্বইয়ে ফ্ল্যাট কিনে দিয়েছেন। শুধু তাই নয়, দাবাং থ্রি-তে প্লে ব্যাকের সম্ভাবনায় রয়েছে রাণুর।
ইন্ডাস্ট্রি জানে, সল্লু ভাই যদি
কারোর মাথায় হাত রাখেন তাহলে তাঁর কেরিয়ারে আর পিছনে ফিরে তাকাতে হয় না। এ খবরকে
সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন রাণু মণ্ডলের সঙ্গে থাকা অতীন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, এ খবর একেবারেই ঠিক নয়। সেই সঙ্গে হিমেশ
রেশামিয়ার টাকা দেওয়ার গল্পটাও ঠিক নয়। তিনি যোগ করেন ওরকম বড় মাপের মানুষ
রাণুদিকে তাঁর সিনেমায় গান গাওয়ালেন এটাই তো প্রাপ্য।
অন্যদিকে, কখনও বই উল্টে ধরে, আবার কখনও ড্রাইভারের থেকে টাকা চেয়ে বাচ্চা ছেলেকে নিরাশ না করে বই কেনা। সবসমই খবরের শিরোণামে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বলিউডের হটেস্ট গার্লকে একেবারে দেখা গেল অন্য লুকে। গায়ে সোয়েটার, হাতে কাগজের প্লেন। আর চুল খোলা মুখে অনাবিল হাসি। বলিউডের হটেস্ট দিভা থেকে একেবারে সাধারণ মেয়ে। তিনি এবার ‘গুঞ্জন সাক্সেনা,দ্য কার্গিল গার্ল’। সম্প্রতি প্রকাশ পেল সেই ছবিরই ফার্স্ট লুক। কিন্তু কে এই ‘গুঞ্জন সাক্সেনা ? কেনই বা তাঁকে নিয়ে বায়োপিক ?
গুঞ্জন সাক্সেনা ছিলেন ভারতের প্রথম মহিলা কমব্যাট এভিয়েটর। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে আটকে পড়া ভারতীয় সেনাদের উদ্ধার করেছিলেন গুঞ্জন। সেই কারণেই গুঞ্জন সাক্সেনাকে নিয়ে ছবি করছে বলিউড। প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহার। পরিচালক শরণ শর্মা। জাহ্নবী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অঙ্গদ বেদী, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠির মতো তারকারা।
এই ছবির জন্য জাহ্নবীর পরিশ্রমের তারিফ করেছে বলিউড। নিয়ম মেনে যোগাসন, জিম, ডায়েট কিছুই বাদ ছিল না। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ১৩ মার্চ মুক্তি পাবে ‘গুঞ্জনসাক্সেনা,দ্য কার্গিল গার্ল’।