অবশেষে রাফাল হাতে পেল ভারত

Paramanik Akash
অবশেষে রাফাল যুদ্ধ বিমান হাতে পেল ভারত। জানা গিয়েছে, সম্প্রতি, ফ্রান্স সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে মেরিগনক বরডুয়ক্সে যান প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই বিমানটি হস্তান্তর করে ফ্রান্সের দাঁসো এভিয়েশন সংস্থা।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাফালে চেপে কিছুক্ষণের জন্য আকাশেও ওড়েন। প্রথম রাফাল যুদ্ধ বিমানটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার অন্তর্ভুক্ত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী প্রথম বিমানটি ফরাসি সংস্থার কাছ থেকে পাওয়ার পরই সেটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেন। নির্মাতারা জানিয়েছে, মোট ৫৯ হাজার কোটি টাকা মূল্যের ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথম চারটি ভারতে পৌঁছবে আগামী বছরের মে মাসে। সম্প্রতি বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া জানান, রাফাল এবং এস-৪০০ মিসাইল ভারতীয় বায়ুসেনার আক্রমণের ক্ষমতাকে এক ধাক্কায় অনেক বেশি শক্তিশালী করে তুলবে। 


Find Out More:

Related Articles: