চীন থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু

Biswas Riya

গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে থরহরি কম্পমান। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। আতঙ্কের আবহে করোনার আঁতুড়ঘর উহান প্রদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর হল নয়াদিল্লি। মঙ্গলবার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ৪১৪ আসনের একটি বিমান মুম্বই থেকে উড়ে যাবে উহানে। যদিও ঠিক কবে এই বিমান যাবে তা জানানো হয়নি। তবে মন্ত্রক সূত্রে খবর, নিয়মকানুনের কারণেই অন্তত ১৪ দিন লেগে যাবে সমস্ত ভারতীয়কে ফিরিয়ে আনতে।

মঙ্গলবার জয়শঙ্কর বলেন, ‘‘ভারতীয় দূতাবাস থেকে চিন সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে। উহানের বাসিন্দা ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই উহান থেকে সমস্ত ভারতীয়দেরই ফিরিয়ে আনতে পারব। আমি সকলকে সরকারের উপর বিশ্বাস রাখতে অনুরোধ করছি।’’

করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনে। ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ১০৬ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা সোমবার ৩ হাজার থেকে পৌঁছেছে সাড়ে চার হাজারে। চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুধুমাত্র হুবেই প্রদেশেই আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার। চিনে বসবসাসকারী অজস্র ভারতীয় পড়ুয়ার পরিবারও করোনা বিষয়ে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন। জয়শঙ্কর এ দিন এই বাবা-মায়েদের আশ্বস্ত করে বলেন, ‘‘ বাবা মায়েদের চিন্তা করার কোনও কারণ নেই। আমরা চিন সরকারের থেকে খবর নিয়ে জেনেছি, এক জন ভারতীয়ও এই ভাইরাসে সংক্রমিত হননি।’’

 

চিন, তাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ ছাড়িয়ে এই ভাইরাস পৌঁছছে ইউরোপ ও আমেরিকায়। ইউরোপের মধ্যে ফ্রান্সেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

 

 

Find Out More:

Related Articles: