দিল্লির দূষণে হাঁসফাঁস সেলেবরাও

Biswas Riya

সবে দীপাবলি পেরিয়েছে। কিন্তু তার পর থেকেই দিল্লির বায়ুদূষণের মাত্রা এতটাই বেড়েছে যে, গত সপ্তাহে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেখানে। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, সকলেরই বাঁচার আশ্রয় মাস্ক। সেই মাস্কপরা ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন, ‘‘এখানে শুট করতে খুব কষ্ট হচ্ছে। ভাবতে পারছি না, যাঁরা এখানে বাস করেন, তাঁরা কী ভাবে রয়েছেন?’’ ‘দ্য হোয়াইট টাইগার’ অবলম্বনে নেটফ্লিক্স ছবির শুটিংয়ে দিল্লিতে এসেছেন প্রিয়ঙ্কা। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। প্রিয়ঙ্কা আরও লিখেছেন, ‘‘আমরা ভাগ্যবান যে, মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারি। যাঁরা রাস্তায় থাকেন, তাঁদের জন্য প্রার্থনা করছি।’’ পরিবেশ সচেতনতা সম্পর্কে প্রিয়ঙ্কার উদ্দেশ্য মহৎ হলেও, তাঁর ধূমপানের প্রসঙ্গ টেনে ট্রোল করার সুযোগ ছাড়েননি নেটিজ়েনরা।

প্রিয়ঙ্কার পাশাপাশি দিল্লির পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন স্বরা ভাস্কর ও অর্জুন রামপাল। সাধারণ মানুষের উপরে ক্ষুব্ধ অর্জুন টুইটে লিখেছেন, ‘‘আর কত বড় বিপর্যয় হলে মানুষের ঘুম ভাঙবে আর তাঁরা সচেতন হবেন? এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না, চারদিকে এত বেশি ধোঁয়াশার কারণে...’’

সরস ভঙ্গিতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে স্বরা লিখেছেন, ‘‘রাত আড়াইটে। রাস্তা শুনশান। দূষণ আর ধোঁয়াশার প্রকোপে খুব শ্বাসকষ্ট হচ্ছে। তবে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে চলেছি। তাতে বিরাম নেই...’’

পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে সমাজকর্মীদের সঙ্গে দীর্ঘ দিন ধরে বলিউডের সেলেবরা শামিল হয়েছেন। কিন্তু তাতেও ছবিটা বদলাচ্ছে না। সেটাও কি চিন্তার নয়?

 


Find Out More:

Related Articles: