স্কুলের মধ্যে অষ্টম শ্রেণির ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ল সহপাঠিনী!
দীপিকা পাড়ুকোনের ছপাক সজাগ করবে দেশবাসীকে। কমাবে অ্যাসিড হামলা। আশা ছিল অভিনেত্রী-প্রযোজক এবং পরিচালক মেঘনা গুলজারের। এমনটাই ভেবেছিল দেশও। তবে তা হল কই? বরং বড় পর্দার গল্প যে প্রেক্ষাগৃহেই সীমাবদ্ধ তারই জ্বলন্ত উদাহরণ গুরুগাঁও-এর ধানকোট গ্রামের অষ্টম শ্রেণির এক নাবালিকা।
কর্তৃপক্ষের নির্দেশে অন্য সহপাঠিনীদের সঙ্গে স্কুল বাথরুম পরিষ্কার করার সময় তার মুখে অ্যাসিড ছোঁড়ে জনৈক। অ্যাসিডে ঝলসে গিয়েছে তার মুখ।
আক্রান্তের বয়ান অনুযায়ী জানা গেছে, স্কুলে মাঝেমধ্যে তাদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো হয়। স্কুল শিক্ষকের নির্দেশে। সবার সঙ্গে সেও যখন বাথরুম পরিষ্কার করছিল তখনই জানলা পরিষ্কার করতে থাকা সহপাঠিদের একজন তাকে ডাকে আর মুখে অ্যাসিড ছোঁড়ে।
এদিকে আক্রান্তের পরিবারের দাবি, ঘটনা প্রকাশ্যে যাতে না আসে তার জন্য এরপরেই তাঁদের হাতে হাজার টাকা দেন স্কুল কর্তৃপক্ষ। মুখ বন্ধ রাখার নির্দেশের পাশাপাশি ছাত্রীর চিকিৎসা আর ফল খাওয়ানোর কথা বলে ওই টাকা দিয়ে। যদিও পরে একথা অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ।